একমাত্র অবলম্বন। নৈতিক চিন্তার উৎকর্ষ সাধন তথা মানবিক সত্তাকে জাগ্রত করার জন্য যেমনি শিক্ষা প্রয়োজন তেমনি জীবন ও জীবিকার সবোর্ৎকৃষ্ট পন্থা অবলম্বনের জন্যও শিক্ষা অপরিহার্য পৃথিবীতে আলো সৃষ্টিকারী মহান ব্যক্তিরা মূলত শিক্ষার গুনেই স্ব—স্ব মহিমার বিস্তার ঘটাতে সক্ষম হয়েছেন।